বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দক্ষিণের জেলা ঝালকাঠিতে এখনো বৃষ্টিপাত হচ্ছে। শুক্রবার সকাল শুরু হয় বৃষ্টি। শনিবারও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। উপকূলীয় জেলা ঝালকাঠির চার উপজেলাই নদীবেষ্টিত। দু'দিন ধরে অবিরাম বৃষ্টির কারণে নদী তীরবর্তী এলাকা প্লাবিত হচ্ছে।
শনিবার ভোর রাত থেকে বৃষ্টি বাড়তে থাকে। এতে ভোগান্তিতে পড়েছে সব শ্রেণির মানুষ। বৃষ্টির কারণে অনেক এলাকায় রাস্তাঘাট, বেড়িবাঁধ পানিতে তলিয়ে গেছে। শ্রমজীবী ও অফিসগামী লোকজনকে দুর্ভোগ একটু বেশিই পোহাতে হচ্ছে। এদিকে অসময়ের এই বৃষ্টিতে ক্ষেতে থাকা শীতকালীন শাক-সবজি নষ্ট হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।
বিডি প্রতিদিন/৫ নভেম্বর, ২০১৬/ফারজানা-১৪