দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে দুস্কৃতিকারীরা। অথচ প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। এক সপ্তাহের ব্যবধানে দেশের বিভিন্ন স্থানে নারকীয় তাণ্ডব প্রকাশ্য দিবালোকে চলছে।
হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ বগুড়া জেলা শাখা আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেছেন। শনিবার সকালে বগুড়া শহরের সাতমাথায় ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য দেন সংগঠনের সভাপতি কল্যাণ প্রসাদ পোদ্দার, সাধারণ সম্পাদক নিরঞ্জন সিং, প্রশান্ত রায়, তপন চক্রবর্তী, সুদন ঘটক, প্রসাদ সরকার, অরুন সরকার প্রমুখ।
বিডি প্রতিদিন/৫ নভেম্বর, ২০১৬/ফারজানা-১৫