সিলেটের গোয়াইনঘাটে অটোরিকশাচাপায় আদরীনি রাণী চন্দ্র (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। শনিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার নওয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আদরীনি চন্দ্র নাতনী শ্রাবণীকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন। ওইসময় একটি অটোরিকশা আদরীনি রাণী চন্দ্রকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জাহাঙ্গীর হোসেন সর্দার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/৫ নভেম্বর, ২০১৬/ফারজানা-১৭