জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, 'বাংলাদেশে শান্তি বিনষ্টের চক্রান্ত এখনো অব্যাহত আছে। ব্রাহ্মণবাড়িয়ায় সংখ্যালঘুদের ওপর হামলা ও মন্দির ভাঙচুর বাংলাদেশের শান্তি বিনষ্টে চক্রান্তের একটি অংশ। আর সংখ্যালঘুদের ওপর এই আক্রমণের ঘটনায় বিএনপি ও জামায়াতের উপর সর্তক দৃষ্টি রাখা উচিত।'
আজ শনিবার কুষ্টিয়ার ভেড়ামারা ডায়াবেটিক সমিতির সম্প্রসারিত ভবনের উদ্বোধন শেষে সম্প্রতি ব্রাক্ষণবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও মন্দির ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বের সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। যুদ্ধাপরাধী ও জঙ্গি সন্ত্রাসীরা যেমন রেহাই পাইনি তেমনি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণকারীরাও রেহাই পাবে না।
এ সময় জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মণি চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) কামরুল ইসলামসহ জাসদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন হাসানুল হক ইনু।
বিডি প্রতিদিন/ ০৫ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১