নেত্রকোনা মুক্ত দিবস এবং মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে রবিবার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যেগে রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান। বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান ও অতিরিক্ত পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের প্রমুখ।
সভায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, সদর ইউনিট, সরকারি-বেসরকারি সব ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় নেত্রকোনা মুক্ত দিবসের অন্যতম নেতৃত্বদানকারী সদ্য প্রয়াত টাইগার কোম্পানি কমান্ডার আবু সিদ্দিক আহমদের সম্মানার্থে মুক্ত দিবসে যুদ্ধের স্মৃতিস্থানটি উন্মুক্ত করে দেয়ার দাবি জানান মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম।
বিডি-প্রতিদিন/ ০৬ নভেম্বর, ২০১৬/ আফরোজ/১৪