সিরাজগঞ্জের সলঙ্গায় ফুলজোড় নদী থেকে ভাসমান অবস্থায় ঝন্টু রবিদাস (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে ফুলজোড় নদীর ভুইয়াগাতী শ্মশানঘাট এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করেন।
মৃত ঝন্টু রবিদাস ভুইয়াগাতী গ্রামের গৌর রবিদাস মিস্ত্রীর ছেলে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রফিক জানান, শনিবার বিকেলে ঝন্টু রবিদাস নদীতে গোসল করতে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। রবিবার সকালে নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা সংবাদ দেয়। দুপুরে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নদীতে গোসল করার সময় গভীর পানিতে তলিয়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রকৃত কারণ জানা যাবে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/ ০৬ নভেম্বর, ২০১৬/ আফরোজ/১৫