ময়মনসিংহের ত্রিশালে প্রথমে একটি ট্রাক ও পরে বাসচাপায় বাদশা (৭) নামের এক শিশু নিহত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার মান্নান ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
নিহত বাদশা দরিরাম পুর উজান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বেলা ১২টার দিকে স্কুল থেকে ফেরার পথে ময়মনসিংহগামী অজ্ঞাত দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে ঢাকাগামী একটি বাস তাকে চাপা দিয়ে পিষে ফেলে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিক্ষুদ্ধ এলাকাবাসী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে এবং বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে।
ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৬ নভেম্বর, ২০১৬/ আফরোজ/১৯