বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচলের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বিআইডব্লিউটিএ। সমুদ্রে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ায় রবিবার সকাল ১১টার পর এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় বিআইডব্লিউটিএ'র নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ।
বরিশাল বিআইডব্লিউটিএ'র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজমল হোসেন মিঠু সরদার জানান, আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বুলেটিনে অভ্যন্তরীণ নদী বন্দরের ২নম্বর সতর্কতা সংকেত নামিয়ে ১ নম্বর সতর্ক সংকেত জারী করা হয়েছে। এরপর বেলা ১২টার পর থেকে অভ্যন্তরীন রুটে সকল ধরনের নৌযান চলাচলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।
তিনি আরো বলেন, নিম্নচাপটি উপকুলে আঘাত হানার আগেই শনিবার রাতে বরিশাল থেকে যাত্রী নিয়ে ছেড়ে লঞ্চগুলো নিরাপদে ঢাকার সদরঘাটে পৌঁছেছে। তবে ঢাকা থেকে শনিবার রাতে বরিশালে উদ্দেশ্যে কোন লঞ্চ ছাড়েনি। রবিবার সকালে ঢাকা থেকে একটি লঞ্চ বরিশাল এসে সন্ধ্যায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সূচি নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক প্রনব কুমার রায় জানান, গভীর নিম্নচাপটি সকাল ৬টায় চট্টগ্রামের সীতাকুণ্ডে উপকূল এলাকায় বৃষ্টিপাতের মাধ্যমে ক্রমশ দুর্বল হয়ে গেছে। এ জন্য বরিশাল অঞ্চলে আরো ২ দিন গুমোট আবহাওয়া বিরাজ করতে পারে। সকাল ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় ৭৭.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস।
বিডি-প্রতিদিন/ ০৬ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন