নোয়াখালীতে অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠান হয়েছে।
রবিবার দুপুরে জেলা পরিষদের সভাকক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খুরশীদ আলমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিষদের প্রশাসক ডা: এবিএম জাফর উল্যাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহমান, সেনবাগ উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সোনাইমুড়ি উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন কামাল, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মুহম্মদ রফিক উল্যাহ, সোনাপুর কলেজের অধ্যক্ষ প্রদীপ নারায়ন সেন, সাংবাদিক শামছুল হাসান মিরন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ফাহমিদা আক্তার ও সুমাইয়া আক্তার।
অনুষ্ঠানে জেলা পরিষদের নিজস্ব হতবিল থেকে এসএইসি ও এসএসসি উত্তীর্ণ একশজন অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীর মাঝে ১০ লাখ টাকার শিক্ষাবৃত্তির চেক তুলে দেয়া হয়।