সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের চুক্তি বাতিলের প্রতিবাদ ও চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতি পালন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মিটার রিডার ম্যাসেঞ্জার ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মবিরতি পালিত হয়।
এসময় চাকরি স্থায়ী না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেয়া হয়। কর্মচারীরা জননেত্রী শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ শ্লোগানকে স্বাগত জানিয়ে সমিতিতে তাদের চাকরি স্থায়ীকরণের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ