চুয়াডাঙ্গা পৌর এলাকার তালিকাভুক্ত ১৭৪ জন ভিক্ষুককে নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা পৌরসভা হলরুমে অনুষ্ঠিত সমাবেশে পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আনজুমান আরা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুন উজ্জামান। সভার শুরুতে উপস্থিত ভিক্ষুকদের মধ্যে বক্কর, বদর, ফুট্টরি প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে অতিথিরা জানান, পর্যায়ক্রমে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ভিক্ষুকদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এ বিষয়ে এলাকার অর্থবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।
বিডি-প্রতিদিন/ ০৭ নভেম্বর, ২০১৬/ আফরোজ/১৬