আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সোমবার বিকালে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতদের মধ্যে নিরাপত্তাকর্মী ফিরোজ মিয়া (৩৫) ও গাড়ির চালক চান মিয়ার পরিচয় পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকালে আশুলিয়ার শ্রীপুর এলাকার চন্দ্রিমা সিনেমা হলের সামনে স্থানীয় ফালকন পোশাক কারখানার নিরাপত্তাকর্মী ফিরোজ মিয়া নবীনগর-কালিয়াকৈর মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় চন্দ্রা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়।
এদিকে, বিকালের দিকে শ্রীপুর বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাত এক (২৭) মোটরসাইকেল আরোহী নিহত হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
অন্যদিকে, আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় থামানো একটি ট্রাকের পিছনের অপর একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দেয়। এসময় পিকআপ ভ্যানের সামনের অংশ ধুমড়ে মুচড়ে গাড়ির চালক চান মিয়া ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্দার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/ ০৭ নভেম্বর, ২০১৬/ আফরোজ/১৭