চাঁপাইনবাবগঞ্জে ২২টি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনার মূল হোতাসহ তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ। এদের মধ্যে একজন নারীও রয়েছেন। রবিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যাবার সময় তাদের আটক করা হয়।
আজ সোমবার দুপুরে পুলিশ লাইন্স রিজার্ভ অফিসে পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসিলাম এক প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান।
আটককৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গোপলনগর গ্রামের মৃত আয়েন উদ্দিনের ছেলে মো. শাহ আলম ওরফে আলম (৪২), আলমের কথিত প্রেমিকা একই গ্রামের মিনহাজুল ইসলামের মেয়ে নাহিদা (২০) ও রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কুরসিয়া কাকনহাট গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে ইন্তাজ (৪০)।
পুলিশ সুপার জানান, শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত দিয়ে চোরাপথে ভারত যাবার সময় রাত পৌনে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ইন্সপেক্টর মো. হামিদুর রশিদের নেতৃত্বে তাদের আটক করা হয়। আর আগে গত ২৪অক্টোবর সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের শংকরবাটী তেনুমন্ডল পাড়ার সেনাবহিনীর সার্জেন্ট শাহিন কাদিরের বাড়ির ভাড়াটিয়া আলমের বাসা থেকে ২২টি বিদেশি পিস্তুল, ৪৫টি ম্যাগজিন ও ১৩৬রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ওই সময় পুলিশের অভিযান টের পেয়ে আটককৃতরা সটকে পড়েন। ওই ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। আটককৃতরা পুলিশের কাছে স্বীকার করেছে ওই বাড়ি ভাড়া নিয়ে তারা ছাগল পালনের নামে অস্ত্রের ব্যবসা চালিয়ে আসছিল।
বিডি-প্রতিদিন/এস আহমেদ