ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় ট্রাকে তল্লাশি চালিয়ে ১ হাজার ৬৫০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় মেহেদী হাসান (১৯) নামের একজন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। মেহেদী রাজশাহী জেলার পুটিয়া থানার বানেশ্বর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব হোসেন আজ বিকালে তিনটায় তার সম্মেলন কক্ষে প্রেসব্রিফিং -এ জানান, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে সার্জেন্ট ওয়ালিদ জোকারচর এলাকায় চেকপোষ্ট স্থাপন করে। এ সময় রাজশাহীর বানেশ্বর থেকে ঢাকাগামী একটি ট্রাককে থামতে সিগনাল দিলে চালক ট্রাকটি থামিয়ে পালিয়ে যায়। এ সময় ট্রাকটি তল্লাশী করে অভিনব কায়দায় রাখা ৭টি বস্তা থেকে ১৬৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও মেহেদী হাসান নামে একজনকে ট্রাকসহ আটক করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার/5