টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বড় ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যোগাযোগ সফ্টওয়্যার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ সফ্টওয়্যারের উদ্বোধন করা হয়।
এই সফ্টওয়্যারের মাধ্যমে শিক্ষার্থীরা বিদ্যালয়ের নোটিশ, ছুটির আবেদন, শিক্ষকদের মেসেজ, শিক্ষার্থীদের অ্যাকাউন্ট ও বিদ্যালয়ের সকল বিষয় জানতে পারবে এবং প্রাথমিক বিদ্যালয়ে এরকম ব্যবস্থা এটিই প্রথম বলে উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এম এ রাজ্জাকের সভাপত্বিতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার জাকিয়া পারভীন, চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ