মাগুরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামে যৌতুকের দাবিতে আসমা আক্তার নামে এক গৃহবধূকে খুন করে ঝুলিয়ে রাখার অভিযোগ করেছেন নিহতের ভাই। নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
নিহতের ভাই আলমগীর হোসেন অভিযোগ করেছেন, গত রবিবার সকালে আসমা বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেলে স্বামী মহব্বত আলীসহ শাশুড়ি ননদের সাথে তার যৌতুক আনা নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে বিকেলে তাকে মারপিট করে ঝুলিয়ে রেখে আমাদের বাড়িতে খবর দেয় আসমা আত্মহত্যা করেছে। পরে বাবার বাড়ির লোকজন ও পুলিশে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় নিহত আসমার শশুরবাড়ির লোকেরা পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে মাগুরা সদর থানায় মামলা করেছে।
বিডি-প্রতিদিন/ ০৭ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন