হবিগঞ্জ জেলা কারাগারে ফারুক মিয়া (কয়েদী নং-৫৬৮৮১৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি বানিয়াচং উপজেলার তাজপুর গ্রামের গণি মিয়ার ছেলে।
কারাগার সূত্রে জানা যায়, সোমবার সকালে হাজতে থাকা হাজতি ফারুক মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে করারক্ষীরা তাকে তাৎক্ষণিকভাবে সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, বিষয়টি তিনি শুনেছেন।
বিডি-প্রতিদিন/ ০৭ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন