পঞ্চম শ্রেণির এক আদিবাসী স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দিনাজপুরের নবাবগঞ্জে মামলা হয়েছে। ধর্ষণের শিকার ওই ছাত্রী নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউপির উত্তর খালিপপুর গ্রামের এবং সে ওই গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
গত সোমবার ওই ছাত্রীর পিতা বাদি হয়ে নবাবগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
মামলার বাদির অভিযোগের ভিত্তিতে পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে খালিপপুর গ্রামের শহিদুল ইসলাম তার সহযোগীদের দ্বারা তার মেয়েকে ফুসলিয়ে একটি লিচু বাগানে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানার পর গত সোমবার তিনি থানায় মামলা করে। পুলিশ মামলা গ্রহণের পর ওই ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য দিমেকে পাঠিয়েছে।
এ ব্যাপারে নবাবগঞ্জ ওসি ইসমাইল হোসেন জানান, ৪ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন ওই স্কুল ছাত্রীর বাবা।
বিডি-প্রতিদিন/ ০৭ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন