সুন্দরবনে কাঁকড়া আহরণকালে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যু শামছু বাহিনীর সদস্যরা। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে পূর্ব বনবিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের মধ্যবর্তী শ্যালা নদী সংলগ্ন কাঁকড়ার খালে এ ঘটনা ঘটে। অপহৃত জেলেরা হলো, মো. জিয়ারুল তালুকদার (৩৮) ও আ. রহিম খান (২৮)। অপহৃত দুই জেলেকে মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করেছে বনদস্যুরা।
কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কামান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ আলী জানান, অপহৃত জেলেদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বনদস্যুদের অবস্থান সনাক্ত করতে গোয়েন্দা বিভাগ তৎপর রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার/8