বগুড়ার শাজাহানপুরে সাথী রাণী পাল (১৮) নামের এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে 'আত্মহত্যা' করেছে বলে জানা গেছে। সাথী উপজেলার আড়িয়া পালপাড়ার বিপুল চন্দ্র পালের মেয়ে। সে উপজেলার ডেমাজানী কমর উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্রী।
স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যার কিছু পরে নিজ শয়ন ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সাথী। শেরপুর উপজেলার কল্যাণী পালপাড়ার শুভ নামের এক ছেলের সাথে সাথী রানীর প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে ওই ছেলের সাথে সম্পর্কে বিচ্ছেদ ঘটলে মনের দুঃখে আত্মহত্যা করে সাথী। আবার অসুস্থতার কারনে পেটের ব্যথা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়েছে এমন কথাও শোনা যাচ্ছে।
আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান জানান, পেটের ব্যথা সহ্য করতে না পেরেই মেয়েটি আত্মহত্যা করেছে বলে পারিবারিকভাবে জানিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শাজাহানপুরে থানার ওসি আব্দুল্লাহ আল মাছউদ চৌধুরী জানান, মেয়ের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় মরদেহ স্বজনদের কাছে দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ