বাগেরহাট সদরের চুরকাঠি বাজারে অশ্লীল ভিডিও বিক্রি ও সরবরাহের অভিযোগে পাঁচজনকে ২৫ হাজার টাকা করে জরিমানা করে ভ্রম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমান অশ্লীল ভিডিওসহ ৪টি কম্পিউটার ও একটি হার্ডডিস্ক জব্দ করা হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের নির্দেশে অভিযান চালানো হয়। অর্থদণ্ডে দণ্ডিতরা হলো, প্রসেনজিৎ দেবনাথ (২৫), মিথুন দাস (২৮), শোভন দেবনাথ (২০), সুশান্ত দাস (২৬) ও মো. ওসমান গনি (২৫)।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ.এইচ. ইরফান উদ্দিন জানান, সদর উপজেলার চুলকাঠি বাজারে কয়েকজন অসাধু কম্পিউটার দোকানী বিপুল পরিমান অশ্লীল ভিডিও উঠতি বয়সী যুবকদের মাঝে ছড়িয়ে দিচ্ছে। এমন অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের নির্দেশে দুপুরে অভিযান চালায় ভ্রম্যমাণ আদালত। ঘটনার সত্যতা পেয়ে পাঁচ দোকানীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অশ্লীল ভিডিওসহ ৪টি কম্পিউটার ও একটি হার্ডডিস্ক জব্দ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার/9