পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৎস্যবন্দর আলীপুরে শনিবার দুপুরে পুকুরে ডুবে ইভানা আক্তার নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
ইভানার মা বলেন, ঘরে বসে রান্না করছিলাম। এরইমধ্যে ইভানা পুকুরে পড়ে যায়। অনেক খোজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার ইভানাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৬/ফারজানা