বরিশালের গৌরনদী উপজেলা শহরের চরগাধাতলী এলাকায় ছাত্রীর শ্লীলতাহানির দায়ে শিক্ষক শামীম হাওলাদারকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব আলমের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তাকে এই দণ্ড দেন। দণ্ড দেয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গৌরনদী থানার ওসি মো. আলাউদ্দিন মিলন।
দণ্ডপ্রাপ্ত শামীম উপজেলার নলচিড়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক। তার বাড়ি একই ইউনিয়নের কুতুবপুর গ্রামে। গৌরনদী থানার ওসি জানান, ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে পুলিশ শামীমকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে। পরে ভ্রাম্যমান আদালতে দোষ স্বীকার করায় শামীমকে তিন মাসের কারাদণ্ড দেন বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব আলম।
বিডি প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৬/ফারজানা