সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ এবং সন্ত্রাসের বিপক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস কনফারেন্স অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ব্যাপক লোক সমাগম হয়েছে। শিবগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কনফারেন্সিং অনুষ্ঠানে বেলা ১২টা থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলে দলে নারী-পুরুষ আসতে থাকেন।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকসমাগমও বাড়তে থাকে। নির্ধারিত সময়ের আগেই পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মো. গোলাম রাব্বানী অনুষ্ঠানে আগতদের অভ্যর্থনা জানান। তিনি তার বক্তব্যে সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে এলাকাবাসীকে এগিয়ে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান, পৌর মেয়র কারিবুল হক রাজিনসহ অন্যরা। শনিবার বিকেলে জেলা সদরসহ প্রতিটি উপজেলা, ইউনিয়ন, গ্রোথ সেন্টার, হাট-বাজার, স্কুল-কলেজ-মাদ্রাসাসহ ৬৪টি স্পটে প্রজেক্টরের মাধ্যমে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান সরাসরি প্রদর্শন করা হয়।
বিডি প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৬/ফারজানা