ভারতে ৫০০ ও এক হাজার টাকার নোট বাতিল করায় বিপাকে পড়েছেন সোনামসজিদ স্থলবন্দরে ব্যবসা বাণিজ্যে অচলাবস্থা শুরু হয়েছে। সেইসাথে এই পথ দিয়ে ভারতে যাওয়া বাংলাদেশিরা বিপাকে পড়েছেন। জানা গেছে, ভারতে ৫০০ ও এক হাজার টাকার নোট বাতিল করায় বাংলাদেশি আমদানিকারকরা মালামালের অর্ডার দিলেও টাকার অভাবে সেদেশের ব্যবসায়ীরা তা কিনতে পারছেন না।
সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সেক্রেটারি ওবাইদুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, পূর্বে অনেক ব্যবসায়ী মালামালের অর্ডার দিলেও তা ভারতীয় ব্যবসায়ীরা টাকার অভাবে কিনতে পারছেন না। ফলে বন্দরের ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। কমে গেছে ভারতীয় পণ্য আমদানী।
অপরদিকে সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন কর্মকর্তা এসআই মজিদ জানান, ভারতে যাওয়া অনেক রোগী ভারত গিয়ে বিপাকে পড়েছেন। টাকা ভাঙ্গাতে না পেরে অনেকেই ফিরে আসছেন। তিনি আরও জানান, এই সুযোগে ভারতীয় ব্যবসায়ীরা টাকা নিতে রাজি হচ্ছেন না। আবার অনেকেই বালাদেশি টাকা অর্ধেক দামে কিনছে। আবার যাদের কাছে ভারতীয় ৫০০ ও একহাজার টাকা রয়েছে সেখানে ভারতীয় ৩০০ টাকার বিনিময়ে পরিবর্তন করে দিচ্ছে। এতে তারা বাধ্য হয়ে বাংলাদেশে ফিরে আসছে।
বিডি-প্রতিদিন/ ১২ নভেম্বর, ২০১৬/ আফরোজ