চাঁদা না দেওয়ায় টঙ্গীতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে কর্মচারীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে প্রকাশ্যে হত্যা করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। নিহত কর্মচারীর নাম বাবু মিয়া (১৯)। তিনি টঙ্গীর পূর্ব আরিচপুরে পুরাতন লৌহ ব্যবসায়ী আরফানের দোকানে কাজ করতেন। এঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এলাকার ব্যবসায়ীরা জানান, এলাকার চিহ্নিত সন্ত্রাসী মো. শামীম ওরফে ভাইস্তা শামীমের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মিত চাঁদাবাজি করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার সকালে ওই সন্ত্রাসীরা আরফানের ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদার জন্য আসে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ভাইস্তা শামীমের নেতৃত্বে জুয়েল, আরিফ, ইমরান, আকরাম, শাহীন, আশিক ও রাব্বিসহ একদল সন্ত্রাসী দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে আরফানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। সন্ত্রাসীরা এসময় অস্ত্রের মুখে দোকান কর্মচারি বাবুকে দোকান থেকে তুলে নিয়ে স্থানীয় বালুরমাঠে চাপাতি দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুর“তর আহত করে। তার ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে গতকাল শনিবার সকালে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় বাবু মারা যায়। এ ঘটনায় দোকান মালিক আরফান টঙ্গী মডেল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ এলাকায় অভিযান চালিয়ে জুয়েল নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করে।
বিডি-প্রতিদিন/ ১২ নভেম্বর, ২০১৬/ আফরোজ