বগুড়ার নন্দীগ্রামে মাদকাসক্ত ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছেন। শনিবার ভোররাত চারটার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের হাজরকী বেগুনীপাড়া পাড়া গ্রামে এ খুনের ঘটনা ঘটে।
নিহত মোফাজ্জল হোসেন হাজরকী বেগুনীপাড়া পাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। পুলিশ ছোট ভাই আব্দুল হাকিমকে গ্রেফতার করেছে।
জানা গেছে, আব্দুল হাকিম নিজ বাড়িতে মদ-গাঁজা সেবন করতেন। বড় ভাই মোফাজ্জল হোসেন ছোট ভাই আবদুল হাকিমকে নিষেধ করে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কয়েকদিন আগে ঝগড়া বিবাদ হয়। শনিবার ভোররাত ৪টার দিকে আব্দুল হাকিম বড় ভাইয়ের ঘরের দরজা গিয়ে ডাকাডাকি করে। বড় ভাই দরজা খুলে দেয়ার সাথে সাথে আব্দুল হাকিম তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বড় ভাই মোফাজ্জল হোসেন মারা যান। সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নন্দীগ্রাম থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, পার্শ্ববর্তী দেউলিয়া গ্রাম থেকে ছোট ভাই আব্দুল হাকিমকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১২ নভেম্বর, ২০১৬/ আফরোজ