গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করায় মামুন মিয়া (১৮) নামে এক তরুণকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুরের সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজা এ আদেশ দেন।
দণ্ডিত মামুন মিয়া (১৮) ময়মনসিংহের নান্দাইল উপজেলার হাটসিরা গ্রামের আব্দুল কাউয়ুমের ছেলে। তিনি শ্রীপুরের মামা-ভাগিনা চানাচুর কারখানার শ্রমিক।
শ্রীপুর থানার এসআই সৈয়দ আজিজুল হক বলেন, 'কয়েকদিন ধরে মামুন স্থানীয় এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। শনিবার সকালে ওই ছাত্রীর পথরোধ করে প্রেমের প্রস্তাব দেয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এসে মামুনকে ধরে পুলিশে দেয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে এ দণ্ড দেয়া হয়।
বিডি প্রতিদিন/ ১২ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১২