বরিশালের গৌরনদী উপজেলার বার্থী গ্রাম থেকে কাদের লস্কর নামের ৬টি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় বলে জানান গৌরনদী মডেল থানার এসআই মো. নজরুল ইসলাম।
গ্রেফতারকৃত কাদের বার্থী গ্রামের মৃত আব্দুর রশিদ লস্করের ছেলে।
এসআই মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে বার্থী গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে কাদের লস্করকে গ্রেফতার করা হয়। কাদের গৌরনদী থানার ৬টি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।তিনি ওই এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত।
বিডি-প্রতিদিন/১৩ নভেম্বর, ২০১৬/মাহবুব