সাভারে একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে রবিবার বিকেলে আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়ক অবরোধ করে। এতে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। আশুলিয়া সুটিংবাড়ি এলাকার ল্যান্ড মার্ক গ্রুপের কারখানার শ্রমিকরা আশুলিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটায়। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, আশুলিয়ার সুটিংবাড়ি এলাকার ল্যান্ড মার্ক গ্রুপ কারখানা কর্তৃপক্ষ তিন মাস যাবৎ শ্রমিকদের বকেয়া বেতন প্রদান নিয়ে তালবাহানা করে আসছিল। পরে শ্রমিকদের অসন্তোষের মুখে কারখানা কর্তৃপক্ষ রবিবার শ্রমিকদের বেতন প্রদানের আশ্বাস দেয়। এদিকে প্রতিদিনের মতো রবিবার সকালে শ্রমিকরা কারখানায় এসে কাজে যোগ দেয়। পরে দুপুর পার হয়ে গেলেও বেতন প্রদানে কর্তৃপক্ষের কোন সাড়া না পেয়ে কারখানা থেকে বের হয়ে যায় শ্রমিকরা। পরে ওই কারখানার শ্রমিকরা আশুলিয়া বাজার এলাকায় গিয়ে আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়ক অবরোধ করে রাখে। প্রায় ১ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখার পর শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এতে মহাসড়কের দু'পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
এ ব্যাপারে আশুলিয়া শিল্প পুলিশের পরিদর্শক নাসির উদ্দিন আহম্মেদ বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়।
তবে কারখানার চেয়ারম্যান দিপক ভৌমিক বলেন, প্রায় ছয় মাস যাবৎ কারখানায় কাজ না থাকায় শ্রমিকদের বেতন পরিশোধ করা সম্ভব হয়নি। তবে আগামী বৃহস্পতিবারের মধ্যে সকল শ্রমিকদের বকেয়া পরিশোধের আশ্বাস দিয়ে রবিবারের মতো কারখানাটি ছুটি ঘোষণা করা হয়েছে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ