খাগড়াছড়িতে যৌথ বাহিনীর অভিযানে ইউনাটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ) আঞ্চলিক সমন্বয়ক উজ্জল স্মৃতি চাকমাসহ ছয় জনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। রবিবার জেলা সদরের পেরাছড়া এলাকার হেডম্যান পাড়ায় যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটক অন্যরা হলো- সুমেন চাকমা, সন্দীপন চাকমা, বাবলু মারমা, রুপম চাকমা ও রনি ত্রিপুরা। এরা সবাই ইউপিডিএফ’র সক্রীয় সদস্য। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি একনালা বন্দুক, একটি ২.২ রাইফেল ও একটি এলজি উদ্ধার করা হয়।
জানা গেছে, ইউপিডিএফ’র সামরিক শাখার বৈঠক হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পেরাছড়া গ্রামে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। যৌথ বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালিয়ে গেলেও ইউপিডিএফ’র আঞ্চলিক সমন্বয়ক উজ্জল স্মৃতি চাকমাসহ ছয় জনকে আটক করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক মোহাম্মদ হান্নান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছয় জনের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, সামরিক পোষাক, ইউপিডিএফ’র নথিপত্রসহ বেশকিছু মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অপরদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে আটককৃতদের মুক্তির দাবি জানিয়েছেন সংগঠনটির প্রচার ও প্রকশনা সম্পাদক নিরন চাকমা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ