কুমিল্লার দাউদকান্দিতে গলায় টেঁটাবিদ্ধ করে ৩৫ বছর বয়সী মো. জাকির হোসেন মাসুদ নামের এক দলিল লেখককে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যায় উপজেলার গোয়ালমারী ইউনিয়নের ডুলিনরদী গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন মাসুদ উপজেলার ডুলিনরদী গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে।
দাউদকান্দি থানার ওসি আবু ছালাম মিয়া জানান, সন্ধ্যায় একদল দুর্বৃত্ত জাকির হোসেন মাসুদের উপর হামলা চালায়। এ সময় টেঁটাবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরিপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় জাকির হোসেন মারা যান। তবে হত্যার সু-নির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ