সাভারে দোকান ভাড়ার টাকা দিতে না পারায় কাদির (৩৫) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার সন্ধ্যায় সাভারের হেমায়েতপুর এলাকার মোল্লা সিএনজি পাম্পের ভেতরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে ও ঘটনার সাথে জড়িত থাকার দায়ে সিএনজি ষ্টেশনের ম্যানেজার সেলিমকে আটক করেছে।
নিহত ব্যবসায়ী যশোরের বেজপাড়া তালতলা গ্রামের মান্দর গাজীর ছেলে। এদিকে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য সাভার মডেল থানার এসআই তন্ময় সাহা নিহতের ভাই ও তার পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সাভারের হেমায়েতপুর এলাকায় মোল্লা সিএনজি ষ্টেশনের ভেতরে একটি দোকান ভাড়া নিয়ে থাই গ্লাসের ব্যবসা করতেন কাদির। প্রতিমাসে নিয়মিত ভাড়া দিয়ে আসলেও কয়েকদিন যাবৎ তার স্ত্রী অসুস্থ থাকায় তিনি এ মাসের ভাড়া দিতে পারেননি। এদিকে রবিবার সন্ধ্যার দিকে মোল্লা সিএনজি ষ্টেশনের ম্যানেজার সেলিম দোকান ভাড়ার জন্য ওই দোকানে যায়। এসময় ব্যবসায়ী দোকান ভাড়া দিতে বিলম্ব হবে জানালে সিএনজি ষ্টেশনের ম্যানেজার উত্তেজিত হয়ে ওঠেন। এক পর্যায়ে সেলিম আহম্মেদ তার ষ্টেশনের লোকজন নিয়ে দোকানের মূল ফটক আটকে ব্যবসায়ীকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. রেহেনা পারভিন তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মা সুফিয়া বেগম অভিযোগ করে বলেন, কাদির মোল্লা সিএনজি ষ্টেশনের একটি দোকান ভাড়া নিয়ে থাই গ্লাসের ব্যবসা করতো। তবে কয়েকদিন যাবৎ কাদিরের স্ত্রী অসুস্থ থাকায় সে ঠিকমতো প্রতিষ্ঠানটি চালু করতে পারেনি। এ কারনেই এই মাসে দোকানের ভাড়া দিতে বিলম্ব হয়েছে। মাত্র এক মাসের ভাড়ার জন্য তার ছেলেকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার বিচার দাবি করেন তিনি।
এদিকে নিহতের ভাই সোহেল অভিযোগ করে বলেন, তার ভাইকে হত্যার পর থানায় মামলা করতে গেলে এসআই তন্ময় কুমার সাহা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এছাড়াও সিএনজি ষ্টেশনের মালিকদের সাথে তাদের ঘটনাটি আপোস করার জন্যও তিনি নির্দেশ দেন। এ বিষয়ে বেশি বাড়াবাড়ি করলে তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় বলে অভিযোগ করেন তিনি।
এ ব্যাপারে অভিযুক্ত এসআই তন্ময়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিহতের ভাই তাকে বিরক্ত করায় তিনি রেগে গিয়েছিলেন। তবে হত্যার হুমকি দেওয়ার কথা অস্বীকার করেন।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান। তবে অভিযুক্ত পুলিশের বিষয়ে তিনি কোন কথা বলতে রাজী হননি।
তিনি বলেন, এ ঘটনায় জড়িত থাকার দায়ে সিএনজি ষ্টেশনের ম্যানেজার সেলিমকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ