জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাঠালবাড়ী এলাকায় রবিবার গভীর রাতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে রাশেদ নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের দাবি, নিহত যুবক ডাকাত দলের সদস্য।
গুলিবিদ্ধ রাশেদ আক্কেলপুর উপজেলার আবাদ পুকুর গ্রামের আশরাফ আলীর ছেলে। এ ঘটনায় ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, রাতে একটি সিএনজি অটো রিকশায় চড়ে কয়েকজন পুলিশ সদস্য আক্কেলপুর-রায়কালী সড়কে টহল দিতে যায়। সিএনজিটি কাঠাল বাড়ি নামক এলাকায় পৌঁছলে ডাকাত সদস্যরা তাদের ওপর হামলা চালায়। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়লে রাশেদ গুলিবিদ্ধ হয়। পরে তাকে চিকিৎসার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ রাশেদের নামে বিভিন্ন সময় আক্কেলপুর থানায় ৪টি ডাকাতির মামলা রয়েছে বলেও জানান ওসি সিরাজুল ইসলাম। তবে এ ব্যাপারে রাশেদের সাথে কথা বলতে দেয়নি পুলিশ।
বিডি-প্রতিদিন/১৪ নভেম্বর, ২০১৬/মাহবুব/ আফরোজ