লক্ষ্মীপুরে একটি সুপারি বাগান থেকে আজ সোমবার সকালে রাজীব হোসেন রাজু নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার চর রুহিতা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
মৃত রাজু একই গ্রামের প্রবাসী নুর নবীর ছেলে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা জানা যায়নি।
এলাকাবাসী ও পুলিশ জানায়, স্থানীয় নুরুল ইসলাম হাওলাদার বাড়ির সুপারি বাগানে একটি ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
রাজুর মা জানান, গতরাত থেকে রাজুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে মৃত্যুর সংবাদ পান তিনি। তবে কারো সঙ্গে তাদের বিরোধ ছিল না বলে জানান তিনি।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের জানান, হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, মরদেহটির পা মাটিতে লুটিয়ে থাকা ও মুষ্ঠিবদ্ধ হাত দেখে এটাকে হত্যাকাণ্ড বলে ধারণা করছেন স্থানীয়রা।
বিডি-প্রতিদিন/ ১৪ নভেম্বর, ২০১৬/ আফরোজ