রংপুরের মিঠাপুকুরে নাশকতার মামলার চার্জশিটভুক্ত আব্দুস সালাম ও রেজাউল ইসলাম নামের জামায়াতের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ভোরে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির।
পুলিশ জানায়, ২০১৫ সালের ১৪ জানুয়ারি মিঠাপুকুরের জায়গার বাতাসন এলাকায় বাসে পেট্রোল বোমা হামলা করে ৬ জনকে হত্যা, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীর ফাঁসির রায়ের দিন সংঘর্ষে ৭ জন হত্যার ঘটনায় তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
ওসি হুমায়ন কবির আরও বলেন, তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে ভোরে তাদেরকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/১৪ নভেম্বর, ২০১৬/মাহবুব