কুমিল্লার চৌদ্দগ্রামে সোমবার র্যালি ও আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে চৌদ্দগ্রাম বাজারস্থ আইডিয়াল হোমিও ক্লিনিকের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাছির উদ্দিন।
ক্লিনিকের চেয়ারম্যান ডা. সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর হাবিবুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন ক্লিনিকের মাসিক কাউন্সিলিংয়ের আহ্বায়ক আবুল কাশেম, পরিচালক আবদুর রশিদ চৌধুরী, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা অরুণ চৌধুরী, ডা. আবদুস সালাম, মো. নয়নসহ সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/ ১৪ নভেম্বর, ২০১৬/ আফরোজ