মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিন রমজানপুরে শুভ বেপারী নামের এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। হত্যার হুমকি দিয়ে গ্রামের এক তরুণীকে ধর্ষণের পর অশ্লীল চিত্র ইন্টারনেটে প্রকাশ করেছেন ওই শুভ বেপারী।
অভিযুক্ত শুভ বেপারী রমজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল বেপারীর ছেলে। প্রভাবশালী পিতা এই ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চালাচ্ছেন। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য ধর্ষণের শিকার তরুণীর পরিবারকে হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
গ্রামবাসী ও ভুক্তভোগী পরিবার জানায়, মাদ্রাসায় যাওয়ার পথে একই গ্রামের দুলাল বেপারীর বখাটে ছেলে শুভ বেপারী তরুণীকে নিয়মিত প্রেম নিবেদন করে আসছিল। কিন্তু তরুণী প্রেমে সাড়া না দেয়ায় বখাটে শুভ প্রতিবেশি হওয়ায় সুযোগের সন্ধানে থাকে। গত ২৮ অক্টোবর রাত ৮টায় তরুণীর মা জরুরি কাজে পাশের বাড়ি গেলে বখাটে শুভ তরুণীর ঘরে প্রবেশ করে। এসময় তাকে বিয়ের প্রস্তাব দিয়েও রাজি করতে না পারায় সাথে থাকা একটি ছোরা দেখিয়ে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে এবং নিজের মোবাইলে ভিডিও ধারণ করেন। এ ঘটনার কথা কারো কাছে বললে ভিডিও এবং ছবি ইন্টারনেটে প্রকাশের হুমকি দিয়ে সে চলে যায়। কিন্তু তরুণীর মা বাড়ি ফিরলে সব ঘটনা তাকে জানায় তরুণী। শুভ বেপারীর বাবা-মায়ের কাছে জানালে শুভর মা সাবিনা ইয়াসমিন, পিতা দুলাল বেপারী ও ছোট ভাই সোহান বেপারী উল্টো এই ঘটনা করো কাছে বললে তাদের গ্রামছাড়া করা হবে বলে হুমকি দেয়। বখাটের পিতা এলাকার প্রভাবশালী ব্যক্তি হওয়ায় গ্রাম ছাড়া হওয়ার ভয়ে ভুক্তভোগীর পরিবার বিষয়টি চেপে যায়। কিন্তু এ ঘটনার কয়েক সপ্তাহ পরে শুভ বেপারী মোবাইল ফোনে তোলা ছবিগুলো ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে তরুণীকে ফের ধর্ষণের প্রস্তাব দেয়। আর এতে তরুণী সাড়া না দেওয়ায় ছবিগুলো ইন্টারনেটে প্রকাশ করা হয়। বিষয়টি নিয়ে গ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্তের পিতা মো. দুলাল বেপারী বলেন, এটি আমি ও আমার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র।
কালকিনি থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্দু বালা বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/ ১৪ নভেম্বর, ২০১৬/ আফরোজ