লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মো. বারেক (২৯) নামে এক সিএনজি চালক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত সিএনজি চালক উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে। এ ঘটনায় রহমত আলী (৪৫), আক্তার (৩৮), মিসু (২২) ও সৌরভ (১৭) নামে চার জন আহত হয়েছেন। এদের মধ্যে সৌরভের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে স্থানীয় চরভৈরবী লঞ্চঘাটে যাওয়ার পথে সিএনজি চালিত অটোরিকশাকে পেছন দিক থেকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে সিএনজিটি বেড়ির নিচে খালে পড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজি চালক বারেক নিহত হয়। দুর্ঘটনায় আহত চার জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ পিকআপ ভ্যান ও সিএনজিটি আটক করে থানায় নিয়ে গেছে।
বিডি প্রতিদিন/১৪ নভেম্বর, ২০১৬/ফারজানা