২০০ বছরের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা উপলক্ষে জাগতিক পাপ মোচনের আশায় রাতভর পূজার্চনাসহ নানা আচার-অনুষ্ঠান সেরে লক্ষাধিক ভক্ত কুয়াকাটায় ঊষালগ্নে পূণ্যস্নান করেছেন।এ অনুষ্ঠানকে নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ছিল তৎপর। তাই অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে রাস মেলা ও উৎসব।
সোমবার ঊষালগ্নে সাগরে ভক্তবৃন্দের পূঁজার্চনা ও গঙ্গা স্নানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটেছে পূর্ণিমা তিথিতে তিন দিনব্যাপী হিন্দু সম্পদায়ের মেলা ও রাস উৎসব।
এ উপলক্ষে নানা ধর্ম-বর্ণের শিশু-নারী-পুরুষের লক্ষাধিক ভক্তবৃন্দের সমাগম ঘটেছে বলে জানিয়েছেন আয়োজকরা।
কুয়াকাটা ছাড়াও জেলার কলাপাড়া ও গলাচিপাসহ বিভিন্ন স্থানে পালন করা হয় রাস উৎসব।
ভক্তদের মতে, রাস পূর্ণিমা তিথিতে স্নানেই ইহলোকের জাগতিক পাপ মোচন ও রোগ মুক্তি হয় পুণ্যার্থীদের।
গত শনিবার এ উৎসবের শুরু হয়।
প্রতি বছরের ন্যায় এ বছরও পূর্ণিমা তিথিতে তীর্থযাত্রীদের পদভারে মুখরিত হয় সমুদ্র সৈকত কুয়াকাটা।
বিডি প্রতিদিন/১৪ নভেম্বর, ২০১৬/ফারজানা