বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকালে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করা হয়। এর পর বেলা ১২টার দিকে যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে অশ্বিনী কুমার হলের মূল ফটকে তা আটকে দেয় পুলিশ। এ নিয়ে কিছুক্ষণ পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাদানুবাদ হয়। তবে শেষ পর্যন্ত বিএনপিকে মিছিল করতে দেয়নি তারা।
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি না দেয়ার প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালে দলীয় কার্যালয়েরর সামনে বিক্ষোভ সমাবেশ করে জেলা ও মহানগর বিএনপি। মহানগর বিএনপি’র সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির যুগ্ম মহাসচিব সরোয়ার বলেন, আজকে শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন। বিরোধী দল না থাকলে দেশে যে কি সংকট হয়, তা দেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। বিরোধী দল নেই বলেই নাসিরনগরে একের পর এক হামলা হচ্ছে। বাংলাদেশে কেউ কেউ সংখ্যালঘুদের জিম্মি করে রাজনীতি করতে চায়। সরকারি দল তাদের দলের লোকদের নিয়ন্ত্রণ করতে পারছে না। এই সরকারের আমলে কোনও বিরোধী দল না থাকায় গণতন্ত্র অবরুদ্ধ হয়ে গেছে।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন শিকদার জিয়া, সহসভাপতি মনিরুল আহসান, সহসম্পাদক আনোয়ারুল হক তারিন প্রমুখ।
বিডি প্রতিদিন/১৪ নভেম্বর, ২০১৬/ফারজানা