কুমিল্লার চৌদ্দগ্রামের গাংরাসহ বিভিন্ন সীমান্ত এলাকায় সোমবার অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য আটক করেছে বিজিবি। আটককৃত পণ্য হল: শাড়ি ২৩০৭ পিস, হুইস্কি ১৫৮ বোতল, গাঁজা ১৬ কেজি, টার্গেট ট্যাবলেট ১৫৯২ পিস, স্টেরয়েড ট্যাবলেট ৫৪৮০০ পিছ, লবঙ্গ ১৯২ কেজি, চা পাতা ৭১ কেজি, বিয়ার ২ বোতল ও সিএনজি ১টি।
বিজিবি ১০ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে উপজেলার গাংরা বাজার থেকে ২৩০৭ পিস ভারতীয় শাড়ী মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। এছাড়া অন্যান্য সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অন্য পণ্যগুলো আটক করে। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাস্টমস্ অফিসে জমা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৪ নভেম্বর, ২০১৬/ আফরোজ