শিক্ষক, প্রবীন সাংবাদিক রুহুল আমিন আর আমাদের মাঝে নেই। ঢাকা শেরে বাংলা নগর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স সেফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৪টায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাহি রাজিউন) । মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বাদ জোহর তাড়াশ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজে জানাজার পর তাকে দাফন করা হবে।
গত শনিবার দুপুরে নিজ বাসাতে হৃদরোগে আক্রান্ত হন। প্রথমে তাকে বগুড়া জিয়া মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে দুই দিন থাকার পর অবস্থার অবনতি হলে গতকাল সোমবার ঢাকায় ভর্তি করা হয়। তিনি একাধারে সাংবাদিক, কবি, সাহিত্যিক ও শিক্ষক ছিলেন। তাড়াশ হাইস্কুল ও সিরাজগঞ্জ রেলওয়ে হাইস্কুলে বাংলা পড়াতেন।
১৯৭৪ সাল থেকে রুহুল আমিন একটি জাতীয় দৈনিকের চলনবিল সংবাদদাতা হিসেবে কাজ করেছেন। তিনি তাড়াশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও তাড়াশ রিপোর্টার্স ইউনিটি’র উপদেষ্টা ছিলেন। তার মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে চলনবিলের মানুষ একজন গুনীজনকে হারালো। তার নামাজে জানাযা ও দাফন কাজে অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর, ২০১৬/ফারজানা