নানা আয়োজনে কিশোরগঞ্জে নবান্ন উৎসব উদযাপিত হচ্ছে। মঙ্গলবার সকালে পুরাতন স্টেডিয়ামে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস। এ উপলক্ষে সকালে পুরাতন স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে গিয়ে শেষ হয়।
নবান্ন উৎসব উদ্বোধনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদ উল্লাহসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
দিনব্যাপী অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে নবান্ন মেলা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও পুরস্কার বিতরণ। নবান্ন মেলায় নতুন ধানের চাল দিয়ে তৈরি করা নানা রকমের পিঠা, পায়েস, ক্ষীরসহ হরেক রকমের খাবারের স্টল বসানো হয়েছে।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর, ২০১৬/ফারজানা