প্রযুক্তিমনষ্ক জাতি গঠন এবং জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দক্ষতা গড়ে তোলার অঙ্গীকারে কিশোরগঞ্জে ৪৬তম গণপ্রকৌশল দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে জেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া।
সংগঠনের জেলা শাখার সভাপতি পিযুষ কান্তি সরকারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, আসাদুল হক, ফারুক আহমেদ, আনিসুজ্জামান, মো. শাহজাহান প্রমুখ।