যশোরে বিদ্যুৎস্পৃষ্টে রেজাউল ইসলাম (২০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আজ সকালে সদর উপজেলার জগমানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল ওই গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
জানা যায়, আজ সকালে জগমানপুর গ্রামের মোদাচ্ছের মাস্টারের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন তিনি। রড বাঁধার এক পর্যায়ে বাড়ির দ্বিতীয়তলার সিঁড়ির টিন সরাতে গেলে তিনি বিদ্যুতায়িত হয়ে আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করালে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার