কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটের হাজরা চ্যানেলে যাত্রীবাহি গাড়ীসহ ডুবো চরে আটকা পড়েছে রানীগঞ্জ নামে একটি ফেরি। মঙ্গলবার সকাল ১১টার দিকে কাওড়াকান্দি ফেরি ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশ্যে ফেরিটি ছেড়ে আসে। সাড়ে ১১টার দিকে নৌরুটের হাজরা চ্যানেলে ফেরিটি আটকে যায়। এসময় ফেরিতে প্রায় ২৫টি ছোটবড় যানবাহন ছিল।
বিআইডব্লিউটিএর কাওড়াকান্দি ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, নৌরুটের হাজরা চ্যানেলে নাব্য সংকটে একটি ফেরি আটকা পড়েছে। আটকে পড়া ফেরিটি উদ্ধারে চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর, ২০১৬/ফারজানা