কুমিল্লার চৌদ্দগ্রামে অপহৃত স্কুল ছাত্রী ফারজানা আক্তারকে উদ্ধার ও অপহরণকারী দুই যুবককে আটক করেছে পুলিশ। আজ দুপুরে অপহরণকারী দুই যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আটককৃতরা হলো, কনকাপৈত ইউনিয়নের কোমারডোগা গ্রামের ইউনুছ মিয়ার ছেলে মাসুদ রানা (২৪) ও বাতিসা ইউনিয়নের পাঠানন্দী গ্রামের সবুজ(২৩)।
কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল মামলার সূত্র ধরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দৌলতপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ফারজানাকে উদ্ধার। পরে অপহরণকারী মাসুদ রানা ও সবুজকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার