চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৫৫০ বোতল ফেনসিডিলসহ পিয়ারা বেগম (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে পুলিশের একটি দল রশিকনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক হওয়া পিয়ারা বেগম শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের রশিকনগর গ্রামের আবু তাহেরের স্ত্রী।
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সারোয়ার ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে পুলিশের একটি দল রশিকনগর গ্রামের আবু তাহেরের বাড়িতে অভিযান চালায়। এসময় একটি খড়ের ঘরে তল্লাশি চালিয়ে ১৫৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় আবু তাহেরের স্ত্রী পিয়ারা বেগমকে আটক করা হয়েছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৫ নভেম্বর, ২০১৬/ আফরোজ