লক্ষ্মীপুরের রায়পুরে এ বছর সুপারির উৎপাদনে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। উপজেলার বিভিন্ন হাট-বাজারে চলছে সুপারির বেচা কেনা। ট্রাকের পর ট্রাক বোঝাই সুপারি চলে যাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর ১ হাজার ৯৬৫ হেক্টর জমিতে সুপারির বাগান করা হয়। যার বাজার মূল্য প্রায় ১০০ কোটি টাকার উপরে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জহির উদ্দিন জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও উপজেলায় প্রায় ১০০ কোটি টাকার সুপারি উৎপাদন হবে। সঠিক সময়ে সুপারি চাষীরা বাগান পরিচর্যার কারণে এ বছর উপজেলায় সুপারির বাম্পার ফলন হয়েছে। ভবিষ্যতে চাষীদের প্রয়োজনে উপজেলা কৃষি অধিদপ্তর সব সময় তাদের পাশে থাকবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার